বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১০-১৪ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দল অংশ নিচ্ছে। এ লক্ষ্যে ১০ জন খেলোয়াড়, ১ জন ম্যানেজার ও ১ জন কোচ, সর্বমোট ১২ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা (অনুর্ধ্ব-১৬) বাস্কেটবল দল গঠন করা হয়েছে। জেলা দল গত রাতে ঢাকা রওনা হয়েছে। জেলা দল সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য ও বাস্কেটবল কমিটির সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম, ডা. তিমির বরণ চৌধুরী, সিজেকেএস বাস্কেটবল কমিটির যুগ্ম সম্পাদক ফজল রব্বান সুইট প্রমুখ। জেলা দলের ম্যানেজার হিসেবে সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু এবং কোচ হিসেবে ফয়সাল আজিম তানভীর দায়িত্ব পালন করবেন। জেলা দলের খেলোয়াড়েরা হলেন: হেরী, অনিক, অনুদ্বীপ, আবরার, আলী, সানি, তাসিন, ইফতি, তানভীর ও নাদীফ।