চট্টগ্রামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আবু মোহাম্মদ হাশেম এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এএইচএম জিয়াউদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, রেজাউল করিম চৌধুরী, মো. মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নজমুল আহসান খাঁন আলমগীর, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, আবদুর রশীদ, আইয়ুব খান, স্টিয়ারিং কমিটির সদস্য জসিম উদ্দিন আহমেদ খান, এম এ নাসের চৌধুরী, কাজী মুহাম্মদ নাজমুল হক, জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন মাহমুদ, মেজবাহ উদ্দিন চৌধুরী, মির্জা কছির উদ্দিন আহমেদ, সু–স্বপন বিশ্বাস ও সমিতির বর্তমান সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান। আলোচনা সভা শেষে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। উক্ত ফরম বিতরণের উদ্বোধন করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।