তথ্য প্রযুক্তি ব্যবহার করে বগুড়া থেকে চুরি যাওয়া ১২টন সিসা সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে বগুড়া সদর থানার পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড থানা–পুলিশের সহায়তায় উপজেলার
সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল বাজার থেকে এসব সিসা উদ্ধার করা হয়। চোরাই সিসা কেনার অভিযোগে করা মামলায় মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা সিসার দাম প্রায় ৪২ লাখ টাকা। সীতাকুণ্ড থানার এসআই হারুন অর রশীদ বলেন, কয়েকদিন আগে বগুড়া সদর থানা এলাকা থেকে একটি ট্রাকে করে ১২টন সিসা ঢাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাঠানো হয়। ট্রাক চালক এসব সিসা ঢাকায় না নিয়ে ভিন্নপথে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় চোরাই চক্রের কাছে বিক্রি করে দেন।
ওই চক্রের কাছ থেকে ২২লাখ টাকায় এক ট্রাক সিসা কিনেন মো. ফারুক। সিসা ও ট্রাকচালকের সন্ধান না পেয়ে সিসার মালিক বগুড়া সদর থানায় একটি মামলা করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সীতাকুণ্ড পুলিশের সহায়তায় গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল বাজার এলাকায় অভিযান চালায় বগুড়া পুলিশ। প্রথমে তারা ফারুককে আটক করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে সন্ধ্যা সাতটার দিকে ফারুক সিসা বের করে দেন। ফারুক জানান, জোরারগঞ্জ এলাকার জাহাঙ্গীর নামের একজনের কাছ থেকে ২২ লাখ টাকা দিয়ে ওই সিসা কিনেন তিনি।