আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান-এর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর বক্সিরহাট ওয়ার্ডে আয়োজিত এই সভায় ধানের শীষের পক্ষে গণজোয়ারের ডাক দেন বক্তারা
বক্সিরহাট ওয়ার্ড ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর । তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এই লড়াইয়ে জয়ী হতে হলে ধানের শীষে ভোট দিয়ে আবু সুফিয়ানকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই। প্রোগ্রামে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন দেশনায়ক তারেক রহমানকে এই দেশের জনগণ আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। উনি রাষ্ট্র পরিচালনা করার জন্য বিভিন্ন ধরণের সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড। যা এই দেশের জনগণের আত্ম সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
সভায় মহানগর ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি, ইয়াছিন চৌধুরী লিটন, যুগ্ম-আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। আনোয়ার হোসেন লিপু, সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি, এ্যাডভোকেট তারিক আহম্মেদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি, আলহাজ্ব মোহাম্মদ হাজ্বী বেলাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি, হাজ্বী নুরুল আকতার সওদাগর, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি। আলহাজ্ব জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি, আলহাজ্ব জসিম উদ্দীন মিন্টু, সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি, হাজ্বী মফিজ উল্লাহ্, সাবেক সভাপতি, বক্সিরহাট ওয়ার্ড বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে এবং একটি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ধানের শীষ আজ সময়ের দাবি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন। আপনাদের একটি ভোটই পারে আগামীর সুন্দর ও নিরাপদ চট্টগ্রাম নিশ্চিত করতে।
জনসভায় সভাপতিত্ব করেন বক্সিরহাট ওয়ার্ড বিএনপি নেতা ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সেলিম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সদস্য ফেরদৌস ওয়াহিদ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এন মোহাম্মদ রিমন। সভায় বক্সিরহাট ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে কয়েক হাজার সমর্থক ধানের শীষের স্লোগান দিয়ে জনসভাস্থলে যোগ দেন।











