বুধবার সন্ধ্যায় হাটহাজারী বাস স্টেশন এলাকার একটি হোটেলে আয়োজন হয় চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভা। সেই সভার শেষ পর্যায়ে রাত আটটার দিকে বক্তব্য রাখতে মঞ্চে উঠলেন সংগঠনটির নেতা আবু তাহের। ভাগ্যের নির্মম পরিহাস, বক্তব্য তিনি শেষ করতে পারলেন না। বক্তৃতা শেষ না হতেই থেমে গেল তার জীবন প্রদীপ। উপস্থিত শ্রমিক নেতা এবং সন্নিকটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন স্ট্রোকেই মৃত্যু হয় আবু তাহেরের। এই মর্মান্তিক মৃত্যু দিয়েই শুধু কাহিনী শেষ নয়। শ্রমিক নেতা আবু তাহের চার সন্তানের জনক হলেও একমাত্র শিশুপুত্রের বয়স মাত্র তিন মাস। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাটহাজারীর নন্দীর হাটের গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সংগঠনটিতে দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যেও অসন্তোষ ছিল। দীর্ঘদিনের সেই অসন্তোষ দূর করতে শ্রমিক নেতারা এক হয়েছিলেন। সভা ডেকেছিলেন নির্বাচন নিয়ে কথা বলতে। রাত আটটার দিকে বক্তব্য রাখতে মঞ্চে উঠেন আবু তাহের। দ্রুত নির্বাচনসহ শ্রমিকদের নানা দাবিতে বক্তব্য রাখছিলেন আবু তাহের। বক্তব্যের এক পর্যায়ে পানি পান করতে চাইলেন। একজন এগিয়ে পানির বোতল দিলেন। মঞ্চে দাঁড়িয়েই তিনি বোতল থেকে পানি পান করলেন। এরপর আঙ্গুল উঁচিয়ে আবারো বক্তব্য শুরু করতে চাইলেন। কিন্তু পারলেন না। তার কণ্ঠস্বর ছোট হয়ে এলো। তিনি একটু মাথা নিঁচু করে কয়েক সেকেন্ড ঝিমানোর কায়দায় দাঁড়িয়েছিলেন, এরপর কিছু বুঝে ওঠার আগেই ধপাস করে পেছনের দিকে ঢলে পড়লেন। তখন পা দুটো উপুর হয়ে মঞ্চে থাকলেও মাথাসহ শরীরের উর্ধ্বাংশ মঞ্চের বাইরে ঢলে পড়ে। সহকর্মীরা এগিয়ে আসার আগেই সব শেষ হয়ে যায়।
সভায় উপস্থিত শ্রমিক নেতারা বলেন, আবু তাহের চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন। এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল আবু তাহেরের। চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘আবু তাহের শ্রমিক সংগঠনের নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের নির্বাচন হচ্ছিল না। এখন নির্বাচন কিভাবে করা যায়, সেজন্য শ্রমিক নেতারা বসেছিলেন মিটিংয়ে। মাগরিবের পর থেকে সভা শুরু হয়। রাত আটটায় বক্তব্য রাখতে আবু তাহের মঞ্চে উঠেছিলেন। কিন্তু তিনি বক্তব্য শেষ করতে পারেননি। এর আগেই স্ট্রোকে মৃত্যু হয় তার।’