বউবাজার ও ধুপাপাড়ায় দুটি গোডাউন থেকে বিপুল ব্যান্ডরোল উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটনের আওর দুটি গোডাউনে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা।

গতকাল দুপুর ২টা থেকে নগরের হালিশহর থানার বউবাজার আমতল এবং ধুপাপাড়া এলাকায় থাকা দুটি গোডাউনে পৃথক অভিযান চালানো হয়।

চট্টগ্রাম কাস্টমস, এঙাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা জানান, চট্টগ্রাম কাস্টমস, এঙাইজ ও ভ্যাট এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক গোডাউনে অভিযান পরিচালনা করি।

অভিযানে আমরা বিপুল পরিমাণে সিগারেটের প্যাকেট, ব্যান্ড রোল ও বিভিন্ন জিনিস পেয়েছি। সেগুলো পর্যালোচনার কাজ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার হালিশহর থানার রমনা আবাসিকের মসজিদ গলির জনৈক ফরিদের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট তৈরির ব্যান্ডরোল ও নানা সরঞ্জাম জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া সদর ইউনিয়নের পবিত্র সীরাতুন্নবী (সা:) মাহফিল
পরবর্তী নিবন্ধনিজ নিজ ধর্ম পালন করে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব : প্রফেসর শামীম