পাত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেন মীর সাব্বির। তারপর কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে কনের বাড়ি মেয়ে দেখতে যান মীর সাব্বির। মৌমিতা মৌকে বউ সাজিয়ে রাখা হয়। সুযোগ বুঝে তাকে ছিনতাই করে পালিয়ে যায় সাব্বির।
তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়, ‘বউ ছিনতাই’ নাটকে এমন দৃশ্য দেখা যাবে। গত বুধবার রাজধানীর ৩০০ ফিটে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এস স্বপ্ন পরিচালিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌমিতা মৌ, সিয়াম নাসির, কমল পাটেকর প্রমুখ। মৌমিতা মৌ বলেন, কমেডি ঘরানার নাটক এটি।
এই নাটকে আমাকে ছিনতাই করে নিয়ে যাওয়ার পর জানতে পারেন, আমি ওই বাড়ির মেয়ে নই। বরং কাজের মেয়ে। এমন অনেক মজার ঘটনা আছে। তাছাড়া এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। ‘বউ ছিনতাই’ নাটকটি ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান এই অভিনত্রী।