চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে সাতদিনব্যাপী বিজয়ের বইমেলা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় বইমেলা উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই জাগরণের প্রতীক, বই মননের প্রতীক।
বইয়ের মাধ্যমে একটি জাতির জাগরণ ঘটানো সম্ভব। মুক্তিযুদ্ধের বিজয়কে সামনে রেখে বইমেলা নতুন প্রজন্মকে ইতিহাস অধ্যয়ন করতে ও মানুষকে বইমুখী করে তুলতে বড় ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী ও অধ্যাপক ড. মহীবুল আজিজ।
সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহীউদ্দীন শাহ আলম নিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলী প্রয়াস। মেলায় চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর।












