বইমেলা লেখক, পাঠক ও প্রকাশকদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

গতকাল ছিল চট্টগ্রামে অমর একুশে বইমেলার নবম দিন। এদিন লোক সমাগম কম ছিল মেলায়। বিক্রিও কম হয়েছে বলে জানান স্টল মালিকরা। প্রতিদিনের মতো গতকালও নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে ‘বইমেলা ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কবি, সাংবাদিক ও অমর একুশে বইমেলার যুগ্ম আহ্বায়ক ওমর কায়সারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এস এম নসরুল কদির, লেখক সমাজবিজ্ঞানী ড. সৌরভ শাখাওয়াত, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস ও কবি, শিক্ষাবিদ প্রফেসর রুহু রুহেল।

এ সময় বক্তারা বলেন, মানুষের সাথে মানুষের বন্ধনের অন্যতম মাধ্যম বই। হাজার বছর পূর্বের সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বই। আর প্রতি বছর অমর একুশে বইমেলা এলে লেখকপ্রকাশক ও পাঠকের মধ্যে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। একটি বই প্রকাশিত হওয়ার পূর্ব এডিটিংয়ের দায়বদ্ধতা থাকে। বইয়ের বিষয়ের সাথে সামঞ্জস্যতা রেখে শব্দ চয়নের দায়বদ্ধতা থাকে। একজন পাঠকের চাহিদার কথা ভাবনায় রেখে একজন লেখককে লেখার বিষয়বস্তু নির্ধারণ করতে হয়। আবার সেই পাণ্ডুলিপিকে বইয়ের মলাটে পাঠকের কাছে তুলে ধরতে নিখুঁত ছাপা, প্রচ্ছদ ও বাঁধাইয়ের ব্যবস্থা করতে হয় একজন প্রকাশককে। ভালো বিষয়বস্তুর বইকে গ্রহণ করার দায়বদ্ধতা একজন পাঠকের থাকতে হয়। দায়বদ্ধ থাকি আমরা সবাই। আবৃত্তিশিল্পী মিশফাক রাসেলের সঞ্চালনায় আলোচকগণ আরও বলেন, বিশ্বে একমাত্র বাংলাদেশেই মাসব্যাপী বইমেলা হয়। প্রকাশকরা ভালো বই জাতিকে উপহার দিতে দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারেন না। সে ক্ষেত্রে সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে একটি সম্পাদনা পরিষদ গঠন করার প্রস্তাব রেখেছেন। সামনে চট্টগ্রাম বইমেলায় চট্টগ্রাম শহরের অন্যান্য স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করার প্রস্তাবনাও দেয়া হয়।

স্টল মালিকদের সাথে কথা বলে জানা যায়, মেলায় এখনো দর্শনার্থী আশানুরূপ হচ্ছে না। আবার যেই পরিমাণ দর্শনার্থী হয় সেই পরিমাণ বিক্রি হয় না। ঢাকার এক প্রকাশনীর বিক্রয়কর্মী জানান, মেলার ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু বেচাবিক্রি তেমন নেই। দিনে কয়েকটা বই বিক্রি হয়। দেখি সামনে কি হয়।

পূর্ববর্তী নিবন্ধঅপ্রত্যাবাসিত বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনে পদক্ষেপ গ্রহণের অনুরোধ চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের
পরবর্তী নিবন্ধহজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব