বইমেলা পাঠকের জন্য অপার সুযোগ

মরিয়ম খানম সেতু | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

বই মানুষকে আলোর পথে নিয়ে যায়। জ্ঞান অর্জন, কল্পনার বিস্তার এবং মানসিক বিকাশের জন্য বইয়ের বিকল্প নেই। প্রতিবছর বইমেলা পাঠকের জন্য জ্ঞান বিকাশের অপার সুযোগ এনে দেয়। নতুন ও পুরনো বইয়ের সংকলন পাঠকের জন্য এক বিশাল সম্ভার। বইমেলা কেবল বই বেচাকেনার স্থান নয়, এটি সাংস্কৃতিক মেলাও বটে। বইমেলায় লেখক ও পাঠকের সরাসরি সাক্ষাতের সুযোগ তৈরি হয়। বই নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। নতুন লেখকদের বই প্রকাশের ক্ষেত্রেও বই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ মেলা আমাদের সংস্কৃতি ও জ্ঞান চর্চাকে এক ধাপ এগিয়ে নেয়। তবে বই নির্বাচনে পাঠকদের সচেতন হওয়া প্রয়োজন। কেবল প্রচারের জোয়ারে না ভেসে, বরং বইয়ের বিষয়বস্তু, লেখার মান ও উপস্থাপনার ধরন বিবেচনা করে বই কেনা দরকার। মানসম্মত বই পাঠককে কেবল বিনোদনই দেয় না বরং তার চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং গভীর জীবনবোধ করে তোলে। আসুন, বইমেলা ২০২৫এ নতুন বইয়ের সাথে পরিচিত হই, জ্ঞান ও কল্পনার নতুন দিগন্ত উন্মোচন করি। বই পড়ুন, সুস্থ মনন গড়ে তুলুন এবং নিজেকে সমৃদ্ধ করুন।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী-আগ্রাবাদ যাতায়াতের ভোগান্তি
পরবর্তী নিবন্ধসমাজের উন্নয়নে মানবিক সংগঠনের ভূমিকা অপরিসীম