বইমেলা উদ্বোধন আজ থাকছে নানা আয়োজন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

শ্রমিকের কাজের গতিই বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে চট্টগ্রামবাসীর প্রাণের অমর একুশে বইমেলা। রাত পেরুলেই নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হবে বইমেলা। গতকাল মেলা প্রাঙ্গণে স্টল, প্যাভিলিয়ন নির্মাণ কিংবা সাজসজ্জায় ব্যস্ততা দেখা গেল শ্রমিকদের। হাতুড়ি-পেরেকের টুং-টাং শব্দে মুখরিত চারপাশ। শ্রমিকদের এতটুকু দম ফেলার ফুরসত নেই। কেউ করাত দিয়ে কাঠ কাটছেন, কেউ সেই কাঠে পেরেক ঠুকে মনের মতো করে তাক বানাচ্ছেন। প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে কেউ স্টল বানাচ্ছেন, কেউবা আবার বই দিয়ে সেই স্টল সাজিয়ে তুলছেন।
আজ রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী একুশে বইমেলা উদ্বোধন করবেন। আয়োজকরা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে সার্বিক বিষয় সাজানো হচ্ছে। মেলার প্রবেশপথে থাকবে করোনা প্রতিরোধক বুথ। এছাড়া নিরাপত্তার কথা চিন্তা করে পুরো এলাকা সিসিটিভির আওতাভুক্ত থাকবে। মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বইমেলায় থাকছে ‘বঙ্গবন্ধু কর্নার’। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে সকাল থেকে উন্মুক্ত থাকবে। মেলায় দর্শনার্থীদের
জন্য লোকজ উৎসব, বিতর্ক উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসবসহ নানারকম সাংস্কৃতিক আয়োজন থাকবে। আয়োজকদের আশা, এবারের বইমেলা লেখক-দর্শকদের আগমনে মুখরিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআজাদী সম্পাদক এম এ মালেককে ভূমিমন্ত্রীর অভিনন্দন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা