বংশী শিল্পকলা একাডেমীর ১ যুগপূর্তিতে নানা আয়োজন

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

বংশী শিল্পকলা একাডেমীর ১ যুগপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে সনদ, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক দীপংকর দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চবি ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, কোহিনুর আকতার প্রমুখ। এতে শাস্ত্রীয় সঙ্গীত ‘রাগভূপালী’তে অংশগ্রহণ করেন শুক্লা পাল, নুসরাত জাহান অর্পিতা, অর্পিতা দেবী, সৃষ্টি দে, তুসী নন্দী, অপি চৌধুরী, সুস্মিতা দাশ, কান্তা দে, পূজা সাহা, প্রেমা আচার্য্য, নবনীতা রায়, পুষ্পিতা দে, জয়ন্তী শীল, লক্ষ্মী দাশগুপ্তা, ইতু বিশ্বাস, পুজা ঘোষ, সানি শীল। এতে সমবেত সংগীত, তবলা লহড়া, গিটার বাদন ও নৃত্যাঞ্জলি পরিচালনায় ছিলেন মিতু বিশ্বাস, পিংকি দেবী, সুমন মজুমদার, ফাহাদ খান, নযন দাশ, আদৃত্য চৌধুরী, প্রাচী বড়ুয়া প্রমুখ।

শেষে মাস্টার ভয়েস ট্রেইনার ও কমিটির নেতৃবৃন্দদেরকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। সভায় বক্তারা বলেন আগামী প্রজন্মকে বাঙালি সংস্কৃতির লালন পালনই পারে সুন্দর দেশ বিনির্মাণ করতে। বক্তারা বংশী শিল্পকলা একাডেমীর সংস্কৃতি, সঙ্গীত অনুশীলনের ধারাবাহিকতাকে আরো বেগবান করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতুলাতলী বস্তি থেকে ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির অর্থনীতি বিভাগে আন্তর্জাতিক শ্রম দিবস পালন