ফয়সালকে পালাতে ‘সহায়তাকারীর’ জবানবন্দি

হাদি হত্যা

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্তে আত্মগোপনে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজু আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল সোমবার রাজুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ। খবর বিডিনিউজের।

আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। গত বুধবার দুপুরে রাজুকে মিরপুর১১ থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। পরে মামলায় ৩০২ ধারা যুক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি রাঙামাটি বান্দরবানে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
পরবর্তী নিবন্ধকুরিয়ার সার্ভিসে অভিযান, বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ জব্দ