নগরীর খুলশী থানাধীন ফয়’স লেকে পাহাড় কাটার অভিযোগে তিনজনকে পৌনে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন পাহাড়তলী মৌজার মোহাম্মদ আলী মোল্লার ছেলে ওমর ফারুক, মৃত আবুল বশরের ছেলে নুরুল আবছার ও মৃত আশরাফুজ্জামানের ছেলেন জাফর আহম্মেদ। তাদের মধ্যে ওমর ফারুককে আড়াই লক্ষ টাকা, নুরুল আবছারকে তিন লক্ষ টাকা এবং জাফর আহম্মেদকে সোয়া দুই লক্ষ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ (জরিমানা) আরোপ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নূরুল্লাহ নূরী বলেন, ফয়’স লেক এলাকায় পাহাড়কাটার অভিযোগ পেয়ে আমাদের একটি টিম পরিদর্শন করেন। পাহাড় কাটার সত্যতা পাওয়ায় পরিদর্শনকারী কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে তিনজনকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়। এক হাজার ৫৫০ বর্গফুট পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। এজন্য শুনানিতে তিনজনকে ৭ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ সাতদিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়গুলো পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।