ফ্লাইওভার গুলোতে মোটর সাইকেল থেকে শুরু করে বাস ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহনের চালকগণ সর্বোচ্চ গতিতে গাড়ী চালায়। তাদের গাড়ি চালানো অবস্থা দেখে মনে হয় এই যেন ডিভাইভারে বা সাইড রেলিং এ কিংবা অন্যকোনো গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে রাত হলে তো আর কথাই নেই এসময় গাড়ির সংখ্যা কম থাকাতে সকল প্রকার গাড়ি বেপরোয়া চালাতে থাকে। এই অপরিনামদর্শী গাড়ির চালকগণ বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী আর পথচারী।
চালকের ট্রাফিক আইনের প্রতি নেই কোনো শ্রদ্ধা, নেই কোনো নিজস্ব জ্ঞান বিবেকবোধ। তাই সকল যাত্রী বা পথচারী স্বার্থ বিবেচনা করে ফ্লাইভারে কিছু দূর পর পর অবশ্যই স্পিডব্রেকার প্রদান করা জরুরি।
নজরুল ইসলাম অপু,
বহদ্দারহাট,
চট্টগ্রাম