ফ্রোবেল স্কুলের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৪:০৪ পূর্বাহ্ণ

নগরীতে চলমান ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার ফ্রোবেলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো অর্ডিনেটর ডা. ইমং প্রো চৌধুরী এবং ডা. সরোয়ার আলম সহ চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী। করোনা থেকে সুরক্ষার নিমিত্তে শিশুদের জন্য এই টিকা প্রদান কার্যক্রমের সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ফ্রোবেলের অধ্যক্ষ হাওড়া (তেহেসিন) যোহাইর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১১ হাজার পরীক্ষার্থী কমেছে চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ক্যারিয়ার ফেয়ার