ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীদের ডিজাইন ফর চেঞ্জ

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

পাঁচলাইশ ও সুগন্ধা আবাসিক এলাকায় ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীরা ডিজাইন ফর চেঞ্জ এবং এপ্রোচ প্রকল্পের অংশ হিসেবে একটি শিশুবান্ধব জেব্রা ক্রসিং ডিজাইন ও রং করেছে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে শিশুরা শিখেছে যে, তারা শুধুমাত্র ভবিষ্যৎ নয়, বরং বর্তমানে শহরের দায়িত্বশীল নাগরিক। জেব্রা ক্রসিংটি চট্টগ্রাম শহরের জন্য একটি মূল্যবান উপহার; এটি শিশুদের নাগরিকত্ব ও তাদের দায়িত্ববোধের প্রতি গর্ব প্রকাশের এক অনন্য উদাহরণ। ফ্রোবেল একাডেমি বিশ্বাস করে শিশুদের এই ধরণের উদ্যোগ এবং সামাজিক অবদানের মাধ্যমে তারা নিজেদেরকে সমাজের মূল্যবান সদস্য হিসেবে অনুভব করবে এবং তাদের নাগরিক দায়িত্ব পালনে উৎসাহিত হবে।ফ্রোবেল একাডেমি, একটি কেমব্রিজ অ্যাসোসিয়েট এবং স্টেমঅ্যাক্রেডিটেড প্রতিষ্ঠান, যা ১ম শ্রেণী থেকে শুরু করে ও লেভেল এবং এ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে। প্রতিষ্ঠানটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যেমন ডাউন সিনড্রোম ও অটিজমমূলধারার শিক্ষার সাথে একীভূত করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ, যাতে সকল শিশুকে সমান সুযোগ প্রদান করা হয় । অনুষ্ঠানে শিক্ষার্থীদের অসাধারণ প্রচেষ্টাকে মূল্যায়ন করতে স্কুলের পরিচালক ও অধ্যক্ষ হুওরা (তাহসিন) জোহায়ের এবং স্কুল প্রধান নুসরাত খান শিক্ষক ও কর্মচারীদের সাথে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে একজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসদারঙ্গের ২৮তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ২৭ ও ২৮ ফেব্রুয়ারি