ফ্রোবেল একাডেমিতে ইউনিভার্সিটি ফেয়ার সম্পন্ন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

স্টেম স্বীকৃত ও কেমব্রিজ অ্যাসোসিয়েট অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান ফ্রোবেল একাডেমি’তে সম্পন্ন হয়েছে ‘ইউনিভার্সিটি ফেয়ার ২০২৫’। গতকাল শনিবার নগরের অনন্যা আবাসিক এলাকার ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ‘ইউনিভার্সিটি ফেয়ার’এ অংশ নেয় চট্টগ্রাম ও ঢাকার সাতটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং ১৪টি খ্যাতনামা শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান। এ আয়োজন শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম তৈরি করেছে।

ইউনিভার্সিটি ফেয়ার ২০২৫’ অনুষ্ঠানে অতিাথি ছিলেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আলীহুসাইন আকবর আলী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. আসিফুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক সাদাত জামান খান, আইআইইউসি আন্তর্জাতিক বিষয়াবলি ও শিক্ষার্থী কল্যাণের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান, আইআইইউসি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া, আলিয়স ফ্রসেজ চিটাগংয়ের পরিচালক ব্রুনো লাক্রাম্প। ফ্রোবেল একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ও ডিরেক্টর হাওরা (তেহসিন) জোহাইর, ডিরেক্টর ও সিইও সাবিন আমীর এবং হেড অব স্কুল নুসরাত খান।

ফ্রোবেল একাডেমি সূত্রে জানা গেছে, উৎসাহ ও কৌতূহলঘেরা পরিবেশে ৪০০এরও বেশি শিক্ষার্থী বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেছে ‘ইউনিভার্সিটি ফেয়ার ২০২৫’এ। তারা মেলা শেষে নিজেদের উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার স্বপ্নপূরণের পথে নতুন স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত রোডম্যাপ নিয়ে ঘরে ফেরে। মেলায় আগতরা স্থানীয় ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার বহুমাত্রিক সুযোগ অনুসন্ধান করার বিরল সুযোগ পায়। ভর্তি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলাপচারিতা এবং অভিজ্ঞ পরামর্শকদের দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা প্রোগ্রাম নির্বাচন, বৃত্তির সুযোগ এবং বৈশ্বিক কর্মসংস্থানের নতুন ধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে।

ইউনিভার্সিটি ফেয়ার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ফ্রোবেল একাডেমি’র প্রিন্সিপাল ও ডিরেক্টর হাওরা (তেহসিন) জোহাইর আজাদীকে বলেন, ফ্রোবেল ইউনিভার্সিটি ফেয়ার ২০২৫ একাডেমির সেই মিশনকেই পুন:নিশ্চিত করেছেযেখানে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বমানের প্রতিষ্ঠানের সেতুবন্ধন রচনা করে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রয়াস চালানো হয় জ্ঞান, দিকনির্দেশনা ও আত্মবিশ্বাসের আলোকধারায়। তিনি বলেন, যারা বাইরে যেতে চায় তাদের জন্য কি সুবিধা রয়েছে, কোথায় স্কলারশিপ পাওয়া যাবে, ওদের কি ধরনের কাজ করতে হবে, ভালো ইউনিভার্সিটিতে যেতে যেতে হলে কি রকম পারফর্ম করতে হবে, এমনকি আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্টটা কি; এই পুরো বিষয়গুলো যেন ওরা এক জায়গা থেকে নিয়ে যেতে পারে এবং নিজেদের ফিউচারের জন্য এখন থেকে প্রেপারেশন নিতে পারে সেই উদ্দেশ্যে ইউনিভার্সিটি ফেয়ার আয়োজন করা। তিনি বলেন, আমরা আমাদের বুরহানী বিএসআরএম ফ্রি স্কুল থেকেও বাচ্চাদের ডেকেছি। এর মাধ্যমে তাদেরকেও আগ্রহ করে তোলা, কারণ তাদেরও সুযোগ আছে। তাদেরও স্কলারশিপ অপরচুনিটি অনেক আছে।

পূর্ববর্তী নিবন্ধচারুকলা প্রাঙ্গণে ক্লাব বা বাণিজ্যিক কার্যক্রম নয়
পরবর্তী নিবন্ধতাঁতীদলের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ