প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগ প্রথম শুরু হলেও শেষ হয়নি। তবে সিজেকেএস ১ম বিভাগ ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগ পরে শুরু হলেও আগেই শেষ হয়েছে। ১ম বিভাগ হ্যান্ডবল লিগে ফ্রেন্ডস ক্লাব এবং ২য় বিভাগ হ্যান্ডবল লিগে বার্ডস স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ১ম বিভাগ হ্যান্ডবল লিগের ফাইনালে ফ্রেন্ডস ক্লাব ৩২-১৩ গোলে ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশনকে পরাজিত করে। বিজয়ী ফ্রেন্ডস ক্লাবের পক্ষে জারিফ, ফোংলিয়ান ও লালথান ৬ টি করে গোল করেন। এছাড়া হিমেল ৫টি গোল করেন। রানার্স আপ ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশনের পক্ষে এরশাদ ৫টি গোল করেন। এছাড়া একরাম ও হৃদয় ৪ টি করে গোল করেন।
এদিকে ২য় বিভাগ হ্যান্ডবল লিগের ফাইনাল খেলাও গতকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এতে বার্ডস স্পোর্টিং ক্লাব ২৯-০৭ গোলের বড়ো ব্যবধানে বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বার্ডস এর পক্ষে জেকি ৮ টি, হাসান ৭টি, জনি ৬টি গোল করেন। বিজিত বিসিআইসির পক্ষে আরাফাত ৪ টি গোল করেন। গতকাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ সালাউদ্দীন। হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ,হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আক্তারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহাবু, এনামুল হক, আব্দুর রশীদ লোকমান, লুৎফুল করিম সোহেল, শওকত হোসেন, প্রবীন ঘোষ, সাইফুল্লাহ চৌধুরী, আলী হাসান রাজু, মুজিবুর রহমান, সরওয়ার আলম চৌধুরী, হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান খালেদুজ্জামান দাদুল, হ্যান্ডবল কমিটির সদস্য হায়দার আলী, জাহেদুল আমিন তারেক, জাবেদা বেগম মিতুল, সাইফুল্লাহ মুনির, মাসুদুর ইসলাম।