ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে

বাকলিয়া আহলে সুন্নাতের প্রতিনিধি সম্মেলন

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাকলিয়া আয়োজিত প্রতিনিধি সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত বাকলিয়ার আহ্বায়ক এম শাহেদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, এম এ সবুর। বক্তব্য রাখেন- খাঁন এ সবুর, আল্লামা জাকির আহমদ সিদ্দিকী, এম ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ মাওলানা সেলিম উদ্দিন আনোয়ারী, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, এম জসিম উদ্দিন, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা বখতেয়ার হোসেন সিরাজী, লায়ন মুহাম্মদ ইমরান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আনিছুর রহমান, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন জাবেদ, মাওলানা ফয়জুল কাদের চৌধুরী, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা সাইফুদ্দিন, দিদার, মাওলানা জাকের আহমদ, মোহাম্মদ ইব্রাহিম নাঈম, আবদুল আজিম, আবদুল মন্নান, মোহাম্মদ ইউনুচ প্রমুখ। সম্মেলনে অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ সভাপতি ও এম শাহেদ আলীকে সাধারণ সম্পাদক, মাওলানা জয়নাল আবেদীন জাবেদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ.) এর অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিগত সংঘাতকে উষ্কে দিচ্ছে, তাই বিশ্বব্যাপী শক্তিগুলো একত্রিত হয়ে ফ্রান্সের পন্য বয়কট সহ প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে লোহাগাড়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধনির্বাচন কমিশন এখন সরকারের এজেন্ডা বাস্তবায়ন কমিশনে পরিণত হয়েছে