প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ এক সঙ্গীত প্রযোজককে পুলিশের মারধরের ভিডিও দেখার পর ফ্রান্সের কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িত ৩ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। গত শনিবারের ওই মারধরের ঘটনা ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনীর আচরণ ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
প্যারিসে একটি অস্থায়ী অভিবাসন শিবির ভেঙ্গে ফেলায় সোমবার পুলিশের বিরুদ্ধে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগেরও অভিযোগ উঠেছে। ফ্রান্সের সরকার যখন পুলিশ কর্মকর্তাদের মুখের ছবি সমপ্রচারে নিষেধাজ্ঞা দিয়ে আইন আনার চেষ্টা করছে, তখনই এ ধরনের ঘটনাগুলোর খবর পাওয়া যাচ্ছে।