ফ্রান্সে স্তিমিত হয়ে আসছে দাঙ্গা, সহিংসতা-বিরোধী সমাবেশের ডাক

| মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:১১ পূর্বাহ্ণ

 

কিশোর নাহেল হত্যা নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা ফ্রান্সে দাঙ্গা স্তিমিত হয়ে আসছে। সহিংস বিক্ষোভের পাঁচ দিন পর পরিস্থিতি শান্ত হওয়ার আভাস মিলছে। রোববার রাতে এর আগের রাতের তুলনায় কম মানুষ গ্রেপ্তার হয়েছে। গত কয়েক দিনে সহিংসতা বন্ধের অনেক আহ্বান এসেছে। আহ্বান জানানো হয়েছে নাহেলের পরিবার থেকেও। সোমবার বিভিন্ন নগরীর মেয়ররা মানুষজনকে টাউনহলের বাইরে সহিংসতা এবং লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিলসমাবেশ করার ডাক দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।

নাহেলের নিজ নগরীর মেয়র বলেছেন, সহিংসতা কমে আসায় তিনি স্বস্তি পাচ্ছেন। তবে তিনি বলেন, যে ঘটনা এই পরিস্থিতি উস্কে দিয়েছে সেদিক থেকে এবং ন্যায়বিচারের প্রয়োজনীয়তার দিক থেকেও আমাদের দৃষ্টি ফেরানো উচিত না। লুটপাট চালানো দাঙ্গাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে দেশকে সুরক্ষিত রাখার জন্য কয়েকশ মানুষের এক সমাবেশে আহ্বান জানিয়েছেন আরেক নগরীর মেয়র। বিক্ষোভের শুরু থেকেই দাঙ্গাকারীরা ফ্রান্সজুড়ে কয়েকটি টাউনহলে আগুন দেওয়া এবং ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে। তবে রোববার রাতে সহিংস ঘটনা গত সপ্তাহের তুলনায় অনেকটা কমে এসেছে। বৃহস্পতিবার রাতে যেখানে ১৯০০ গাড়ি জ্বালিয়েছে বিক্ষোভকারীরা, সেখানে রোববার রাতে গাড়ি জ্বালানোর সংখ্যা নেমে এসেছে ২৯৭ টিতে। বৃহস্পতিবার ৫০০ টি ভবনে ভাঙচুর কিংবা জ্বালাও পোড়াও হয়েছিল, আর রোববার ভাঙচুর হয়েছে ৩৪ টি ভবনে।

আজ মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২২০ টি পৌর এলাকার মেয়রদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এলাকাগুলো বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্যারিসের নঁতেয়ার একটি ট্র্যাফিক সিগন্যালে পুলিশের গুলিতে নিহত হন ১৭ বছর বয়সী কিশোর নাহেল এম। ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ, বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নেওয়ায় ফ্রান্স অস্থির হয়ে আছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৮৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চলের ৭ লাখ শিশু এখন রাশিয়ায় : মস্কো