ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে এলডিপির নেতাকর্মীদের বসে থাকলে চলবে না

দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের বর্ধিত সভায় বক্তারা

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ১১:৪২ অপরাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক একরাম হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল

কুদ্দুস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভা সোমবার নগরীর নাসিরাবাদ এয়াকুব ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে এলডিপির নেতাকর্মীদের বসে থাকলে চলবে না। যুবসমাজকে সাথে নিয়ে এলডিপির পতাকাতলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির জেলা সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, জেলা এলডিপির আইন বিষয়ক সম্পাদক ও এডিশনাল পিপি মো. ইকবাল হোসেন, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, উত্তর সাতকানিয়া গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. আনিস, সাধারণ সম্পাদক আবদুল জব্বার মানিক, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, উজ্জ্বল দে, লোহাগড়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, এলডিপি নেতা আবদুর রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি তিন ডিসি ও দুই ওসি পদে রদবদল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মাটি খেকোকে ছয় মাসের কারাদণ্ড, স্কেভেটর ও ডাম্পার জব্দ