ফ্যান্টাসী কিংডমে অটিজম শিশুদের একদিন

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

 

অটিজম শব্দটির সঙ্গে বর্তমানে আমরা সবাই কমবেশি পরিচিত। স্বাভাবিক যোগাযোগের সীমাবদ্ধতার ফলে ভাষার বিকাশ বাধাগ্রস্ত হয়। অটিজম শিশুরা সামান্য সাহায্য পেলেই স্বাধীনভাবে সবকিছু করতে পারে। বিশেষ এই শিশুদের নিয়ে শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করে আসছে স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল। সাভারে কনকর্ডের উদ্যোগে স্বপ্নসারথী অটিজম ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ চিত্ত বিনোদনের জন্য বিশেষ আয়োজন করে ফ্যান্টাসি কিংডম। গত শনিবার আশুলিয়ায় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের শিশুশিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিনোদন পার্কটিতে শিশুদের ফ্রি পার্কে প্রবেশ, বিভিন্ন রাইডে চড়ার সুযোগ, বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা খাবারের আয়োজন সহ সারাদিন বিনোদনের ব্যবস্থা করা হয়। শিশুদের হাসি ফোটাতে, স্বপ্নের কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানোর এ সুযোগ করে দেয় কনকর্ড গ্রুপ। বিনোদন কেন্দ্রটিতে এসে অটিজম শিশুরা খুশির আমেজে খুঁজে পায় অবারিত আনন্দের স্বাদ।

স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের প্রিন্সিপাল মাহমুদা আক্তার বলেন, সুযোগ পেলে ডানা মেলতে পারে এই শিশুরা, তেমনই একটি দিনের আয়োজনে সঙ্গী হতে পেরেছে কনকর্ড গ্রুপ। কনকর্ড গ্রুপের নির্বাহী পরিচালকবিপণন, অনুপ কুমার সরকার বলেন, শিশুদের মানসিক বিকাশে বিনোদন অপরিহার্য। দিনভর নানা আয়োজনে এই শিশুরা সহ অভিভাবক ও শিক্ষকরা রোমাঞ্চকর সব রাইড উপভোগ করেছে। এ সময় উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্টের হেড অফ মিডিয়া এন্ড পি.আর এম. মাহফুজুর রহমান, ব্যবস্থাপকবিক্রয় ও বিপণন মো. নুরুজ্জামান এবং স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের চেয়ারম্যান অ্যাডভোকেট নূর ইসলাম খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৈবল্যধাম সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধকৃতী শিক্ষার্থীরা দেশ ও জাতির আলোকিত সম্পদ