ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে ফিটনেসবিহীন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৬টি গাড়িকে ৬০ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এছাড়া ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘ দিন হালনাগাদ না থাকায় ৪টি গাড়িকে ডাম্পিং করা হয়।
গতকাল মঙ্গলবার বিআরটিএ চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমাণ আদালত–১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ফিটনেসবিহীন ৪টি গাড়িকে ২১ হাজার টাকা, রুট পারমিটবিহীন ৬টি গাড়িকে ২৫ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্সবিহীন ৩টি গাড়িকে ৯ হাজার টাকা এবং অন্যান্য মামলায় ৩টি গাড়িকে ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘ দিন হালনাগাদ না থাকায় ৩টি প্রাইভেট কার ও ১টি অ্যাম্বুলেন্স ডাম্পিং করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো–২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, বিআরটিএ চট্টমেট্রো–২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন ও মো. মেহেদী ইকবাল।