ফৌজদারহাট ক্যাডেট কলেজে তিন দিনের উৎসব শুরু

প্রশিক্ষিত ক্যাডেট কলেজ শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত তিন দিনের উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি কেক কেটে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এতে উপস্থিত ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ মাহিনুর আক্তার, ওল্ড ফৌজিয়ান মেজর জেনারেল আবদুল মতিন, মেহেরুন করিম ও ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন।

উপদেষ্টা ফারুক ই আজম তার বক্তব্যে বলেন, দেশে অসংখ্য কোচিং সেন্টার আর প্রতিযোগিতার মধ্যে মেধাবী শিক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন। তবু দেশের ক্যাডেট কলেজগুলো তাদের ঐতিহ্য ও ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে সচেষ্ট আছে। আগামী প্রজন্মকে মেধার সাথে সত্যিকারের দেশ প্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, এ জাতি অতি সম্প্রতি জুলাই অভ্যুত্থানে অপ্রতিরোধ্য তারুণ্যের অভূতপূর্ব আত্মত্যাগের দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছে। অস্ত্রের বিরুদ্ধে ছাত্রজনতা খালি হাতে বুক পেতে দিয়েছে। আমি জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ছাত্রজনতার এ আত্মত্যাগের কারণে আজ নতুনভাবে দেশ গড়ার সুযোগ এসেছে। অন্যায়, অবিচার, মিথ্যাচার দূর করে সত্যাশ্রয়ী বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের প্রশিক্ষিত ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এর আগে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ খেতাব অর্জনকারী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আবু তাহের সালাউদ্দিন বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা, হুমায়ুন কবির বীর প্রতীক, মুক্তিযোদ্ধা আবু তাহেরের হাতে মুক্তিযোদ্ধা সম্মাননা তুলে দেয়া হয়।

আজ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠানের দ্বিতীয় দিন ওল্ড ফৌজিয়ানদের প্যারেডের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এর পর কেক কাটা, আলোচনা সভা, মহিলা ও শিশুদের গেইমস, বাস্কেট বল, ভলিবল ও ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড শোসহ দিন ও রাত ব্যাপী নানা অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ছয় বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি
পরবর্তী নিবন্ধওয়াশিংটনে রবার্ট ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাতে ফখরুল