ফেসবুকে ‘হা হা রিয়েক্ট দেওয়ায়’ বর্ষবরণ অনুষ্ঠানে সংঘর্ষ, যুবক আহত

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বর্ষবরণ অনুষ্ঠানে ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা নাজমুস সাকিব তামিম (৩৮)

গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত যুবক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এ এস এম সাইফুদ্দীন খালেদের ছেলে।

আহত তামিম বলেন, ফেসবুকের একটি পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়ার পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল আমাকে নিয়ে কটূক্তি করেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাকিল বলেন, আমার ছোট বোন জান্নাতুল রেখা ঝর্ণাকে নিয়ে আমরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিই। সেখানেই নাগরিক কমিটির কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায় এবং টেনে হিঁচড়ে নিয়ে মারধর করে। এতে আমি ও আমার ছোট বোন আহত হই। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিদুল ইসলাম বলেন, মাথায় আঘাত নিয়ে তামিমকে সকালে হাসপাতালে আনা হয়। রক্তক্ষরণ হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।

বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজলকেলিতে মাতলেন পাহাড়ি তরুণ-তরুণীরা
পরবর্তী নিবন্ধ১৪৩ টন পেঁয়াজের প্রকাশ্য নিলাম আজ