ফেসবুকে হঠাৎ ফলোয়ার কমে গেল কেন

| বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রহস্যজনকভাবে ফেসবুক প্রোফাইল থেকে ফলোয়ার ‘হারাচ্ছেন’ সেলিব্রেটিরা। ঘটনার শিকার ভুক্তভোগীদের সবারই ফলোয়ার সংখ্যা নেমে এসেছে ১০ হাজারের নিচে। আক্রান্তদের তালিকায় আছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকা বা ইনফ্লুয়েন্সার।
গতকাল বুধবার সকালে অনেকেই নিজেদের ফেসবুক প্রোফাইলে তাকিয়ে চমকে ওঠেন। হঠাৎ করেই ফলোয়ার সংখ্যা নেমে আসে ১০ হাজারের নিচে। শুরুতে সবাই ভাবতে থাকেন শুধু তার ক্ষেত্রেই বোধহয় এমনটা হয়েছে, সেটা নিয়ে ফেসবুকে পোস্টও দেন। কিন্তু পরে দেখা যায় প্রায় সবারই এক অবস্থা। এই বিড়ম্বনা থেকে রেহাই পাননি ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেও। একদিন আগেই জাকারবার্গের ফলোয়ার সংখ্যা প্রায় ১২ কোটি থাকলেও ১২ অক্টোবর তা তার পোস্ট পেইজে দেখাচ্ছে ৯৯৯৪ জনে।
এ ঘটনার জন্য সম্ভবত একটি বাগ দায়ী বলে উঠে এসেছে একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের প্রতিবেদনে। স্যাটলকএঙপ্রেস ডটকম নামে একটি প্রযুক্তি সাইট বলছে, ফেসবুকের একটি বাগের কারণে রাতারাতি লোকজনের লাখ লাখ ফলোয়ার নেই হয়ে গেছে।
তবে বুধবার বিকেলের দিকে স্বাভাবিক হতে শুরু করে ফেসবুকের ফলোয়ার সংখ্যা।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ রক্ষা ও হিংসা ছাড়ার আহ্বানে দুই বছর হেঁটে চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধতিনমাসে ২শ একর সরকারি জায়গা উদ্ধার, অর্ধশত দালাল চিহ্নিত