ফেসবুকে মালিক খুঁজে কুড়িয়ে পাওয়া স্বর্ণ ফেরত দিলেন বাবুর্চি

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

মাইজভান্ডার শরীফে জেয়ারত শেষে টেক্সিতে বাড়ি ফেরার পথে রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের ব্যাগ ফেরত দিলেন রাউজান নোয়াপাড়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাবুর্চি মোহাম্মদ শফি।

জানা যায়, গত সোমবার সকালে মাইজভান্ডার দরবার শরীফ থেকে বাড়ি ফেরার পথে আজাদী বাজার (ফটিকছড়ি) অতিক্রমকালে সড়কে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন শফি। তখন টেক্সি থেকে নেমে ব্যাগটি কুড়িয়ে নেন। রাউজান মুন্সিরঘাটায় টেক্সি থেকে নেমে তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে মালিকের সন্ধান করেন। না পেয়ে তিনি ব্যাগটি নিয়ে বাড়িতে এসে রাতে কৌতুহলী হয়ে সেটি খুলে দেখেন। এ সময় ব্যাগের ভেতর দেখেন একটি স্বর্ণের লকেটসহ চেইন, এক জোড়া কানের দুল। সাথে ছিল কিছু ঔষধ ও কাপড়। এসব জিনিস দেখে তিনি ব্যাগের মালিকের সন্ধান পেতে মরিয়া হয়ে উঠেন। রাতেই নিজের মোবাইল নম্বর দিয়ে মালিকের সন্ধান পেতে ফেইসবুকে একটি পোস্ট দেন। তার পোস্টটি শেয়ার করেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি নজরে আসে ব্যাগের মালিকের। সাথে সাথে মোবাইলে যোগাযোগ করেন বাবুর্চি শফির সাথে। এই যোগাযোগের সূত্র ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাউজানের উত্তর সর্তা গ্রামের ফেরদৌস বেগম তার ছেলেকে নিয়ে ব্যাগটি নিয়ে যান। এ সময় ফেরদৌস বেগমের ছেলে মোহাম্মদ ফয়সাল বলেন, মা হাটহাজারীর একটি বিয়ে অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। নিজের অজান্তে ব্যাগটি হাত থেকে রাস্তায় পড়ে গিয়েছিল।

বাবুর্চি শফি বলেন, দাবিদারের কথার সাথে ব্যাগের ভিতর থাকা জিনিসপত্রের মিল পাওয়ায় ব্যাগের প্রকৃত মালিক শনাক্ত করা হয়েছে। যার জিনিস তার হাতে বুঝিয়ে দিতে পারায় তিনি খুশি বলে জানান। গতকাল সন্ধ্যায় নোয়াপাড়া পথেরহাটে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি মালিকের হাতে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি ওবায়দিয়া মাদ্রাসায় ধর্ম উপদেষ্টা ক্ষমতা ভোগের অভিপ্রায় নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেনি
পরবর্তী নিবন্ধইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার