ফেসবুক ব্যবহারে সতর্ক হোন

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। বিশ্বের মত আমাদের দেশেরও প্রায় সব বয়সীরাই এই ফেসবুক ব্যবহার করছে। এটি ব্যবহারে আমরা কতটা সচেতন এটাই প্রশ্ন। আর অসচেতনতার জন্য বেশিরভাগেই অনায়াসে জড়িয়ে পড়ছি সাইবার অপরাধে। কারো বিনা অনুমতিতে কাউকে ট্যাগ করা, আইডির টাইম লাইনে পোস্ট, ম্যাসেঞ্জারে প্রবেশ করে সাইবার অপরাধে জড়িয়ে যাচ্ছি। ফেসবুকে উল্লেখযোগ্য সাইবার অপরাধ হচ্ছে, ইন্টারনেট ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনি প্রবেশ, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম, ইত্যাদিতে বে-আইনি প্রবেশ, পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ এগুলো সাইবার অপরাধ। এই অপরাধগুলো খুব সহজেই আমরা অনেকে করে যাচ্ছি। তাই আমরা ফেসবুকে কারো বিনা অনুমতিতে ট্যাগ, চ্যাটিং এমনকি পরিচয় গোপনের মত সাইবার অপরাধ থেকে সতর্ক থাকি।

মো.রায়হান আলী
আইনজীবী
জজ কোর্ট, খুলনা।

পূর্ববর্তী নিবন্ধঅজিত রায় : স্বাধীন বাংলা বেতারের অন্যতম সংগঠক
পরবর্তী নিবন্ধআঞ্চলিক-এর শুভ সূচনা