ফেলানীদের কোন জাত নেই, কবিতাওয়ালা।
আমরা জাতহারা জীবন্ত মডেল।
আমাদের জটাচুলে থাকে ক্লান্তিহীন দীর্ঘশ্বাস।
আধময়লার বাটিক ছাপায়, নির্জীব সৌন্দর্য।
গৃহস্থালী ছন্দে, আমাদের প্রাণহীন কথোপকথন।
হ্যাঁ..আমরা ফেলানী…
আপনার রান্নাঘরের ছোট্ট কোণেই আমাদের সর্বসুখ।
কখনো চোর, কখনো ফাঁকিবাজ, কখনো বা চরিত্রস্খলীতা।
আমরা থামাতে পারিনা,
রাতের নিকষ কালোয়,
গৃহকর্তার রগরগে কাল হাত…
ছিন্নভিন্ন সম্ভ্রমে আগ্রাসী বিচরণ।
আমরা বিচারহীন, দাবিহীন, বাকহীন…।
আমরাই ফেলানী..কবিতাওয়ালা।
আমাদের কোনো জাত নেই।
আমরা বাড়ি বাড়ি ছুটে বেড়াই…
একটু ভাতের আশায়।
একটুকরো সুখ স্বপ্নলোভে,
পাশের বাড়ির ড্রাইভার গুঁজে দেয় অবৈধ ভ্রুণ।
লিপিস্টিক চুরির অভিযোগে বাহুতে এঁকেদেয় জ্বলন্ত উল্কি।
আমাদের আধপেটা খাবার আর দু-মুঠো স্বপ্নবৎ সুখ।
হায়রে কবিতাওয়ালা,
জানালার গ্রীল ছেড়ে উড়ে যাওয়া দৃষ্টি,
ছোঁয় না কোন রঙচটা উড়ন্ত ঘুড়ি।