ফেরিতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক নদীতে

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ২:৪৮ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের রাইখালী টু লিচু বাগান ফেরি পারাপার নৌপথে রাইখালী হতে একটি বালুবোঝায় ট্রাক ফেরিতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ নদীতে পরে যায়।

এই ঘটনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফেরিতে দায়িত্বরত কর্মচারী মো: শাহজাহান।

বৃহস্পতিবার (১ আগস্ট) এই ঘটনা ঘটে বলে জানান রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।

তিনি জানান, ফেরির রাইখালী অংশ হতে আজ বেলা ১২ টার দিকে বালুবোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ব্রেক ফেল করে ফেরির শেষের দিকে গিয়ে এর কিছু অংশ কর্ণফুলী নদীর দিকে পড়ে যায়। এই সময় ভাগ্যক্রমে ট্রাকটির পেছনের অংশ ফেরিতে আটকে যায়, ফলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ক্রেন এনে এই ট্রাকটিকে উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করল ডিবি
পরবর্তী নিবন্ধপাহাড় ধসে থানচি সড়ক যোগাযোগ বিপদজনক, নিখোঁজ শিক্ষার্থী