ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে তামিমকে সময় দিয়েছেন নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

তামিম ইকবাল বাংলাদেশ দলে ফিরবেন কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘ দিন ধরে। কিন্তু সঠিক কোন সিদ্ধান্ত আসেনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে আবার সরব সে আলোচনা। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচকরা। বিকেলে ওই বৈঠকশেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ সময় আগামী ১২ জানুয়ারি। এজন্য তামিমকে কিছুদিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধান নির্বাচক বলেন আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধুবান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে সময় আছে। সে সময় নিয়ে সিদ্ধান্ত নিক। তাড়াহুড়োর কিছু নেই।

প্রায় দেড় বছর মতো সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম। কিছুদিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে আড্ডায় জানিয়েছিলেন জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু বিসিবির নির্বাচকদের সঙ্গে তার এই বৈঠক ভিন্ন বার্তাই দিচ্ছে। লিপু বলেন বেশ কিছু ব্যাপারে নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে কেমন হতে পারে। কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার নয়। আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে সম্মান জানাই। তার সিদ্ধান্তেরও সম্মান জানাই আমরা। সেজন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, আমার মনে হয় এটা ফেয়ার এনাফ। আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি। তাদেরও কোনো অসুবিধা নেই। এখানে তাড়া নেই। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়।

পূর্ববর্তী নিবন্ধবিদায় বললেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল
পরবর্তী নিবন্ধচট্টলা রানার্সের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা কাল