ফের লড়বেন ৯৭ বছর বয়সী মাহাথির

| বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার ৯৭ বছর বয়সী সাবেক নেতা মাহাথির মোহাম্মদ দেশের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তবে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক কিনা সে বিষয়ে খোলাসা করেননি। খবর বাংলানিউজের।
স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কে প্রধানমন্ত্রী হবেন। আমরা জয়ী হলে তবে প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা হবে। চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মাহাথির বলেন, তিনি নিজ সংসদীয় আসন লাংকাউইয়ের প্রতিনিধিত্ব করে তা রক্ষা করবেন। আসন্ন নির্বাচনে তার দল ১২০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশি’র নতুন মেয়াদে যুদ্ধের শঙ্কা প্রতিরক্ষা জোরদার তাইওয়ানের
পরবর্তী নিবন্ধঘুষের মামলা সু চির আরো তিন বছরের কারাদণ্ড