ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। খবর বিডিনিউজের।
তিনি প্রায় ১২ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন। সময়টি গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকটের জন্য চিহ্নিত হয়ে আছে। শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। তিনি ষোড়শ শতাব্দীর আদিবাসী নেতা গুয়াইকাইপুরো ও ভেনেজুয়েলার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজসহ অন্যান্য কয়েকজনের নামে শপথ নেন।
শপথ নেওয়ার পর তিনি বলেন, আমার নতুন রাষ্ট্রপতির মেয়াদ শান্তির, সমৃদ্ধির, সমতা এবং নতুন গণতন্ত্রের সময়কাল হবে। এসময় তিনি সংবিধান সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, এটি করা সম্ভব কারণ ভেনেজুয়েলা শান্তিপূর্ণভাবে এর জাতীয় সার্বভৌমত্ব, গণ সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পূর্ণ অনুশীলন করে। রয়টার্স জানায়, ১২৫টি দেশের প্রায় ২০০০ জন অতিথি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দেশটির সরকার জানিয়েছে। তাদের মধ্যে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার বিচেস্ল্যাভ ভলোদিন অন্যতম। সামাজিক মাধ্যমে একটি পোস্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী দেশ বলিভিয়ার প্রেসিডেন্ট লুয়িস আরসে।