চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপের অনুসারীরা পূর্ব শত্রুতার জের ধরে ফের বিবাদে জড়িয়েছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করেন সিএফসি গ্রুপের কর্মীরা।
মারধরের শিকার ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সাদমান জিকু আহত হন। পরে দুই পক্ষের অনুসারীদের
মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এ সময় সিএফসি গ্রুপের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও বিজয় গ্রুপের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই পক্ষের অনুসারীদের মধ্যে ঝামেলায় একজন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।