৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে টানা ৪র্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জহর লাল হাজারী। তার প্রতিদ্বন্দ্বী অপর তিন প্রার্থীর সবাই নির্দিষ্ট ভোটের কম পাওয়াতে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এই ওয়ার্ডের সব কেন্দ্র মিলিয়ে জহর লাল হাজারী পেয়েছেন মোট ৩,১৫০ ভোট।
মোট প্রদত্ত ভোট সংখ্যা ৩,৬৭২। ভোট বাতিল হয়েছে ১০টি।