ফের পুত্রের মা হলেন সংগীতশিল্পী বিউটি

| শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। গত সোমবার (২ নভেম্বর) তার কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান। তার নাম রেখেছেন নাসিক আহমেদ। মা ও ছেলে দু’জনই ভালো আছেন। নবজাতকের সঙ্গে কয়কটি ছবি দিয়ে বিষয়টি বিউটি নিজেই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। খবর বাংলানিউজের।
তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্‌! মহান আল্লাহ্‌ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান নাসিক আহমেদ পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি। বিউটি আরও লেখেন, যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পুরো পৃথিবী জুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। সবাই খুব আতঙ্কে ছিল।

পূর্ববর্তী নিবন্ধলালদীঘি পার্ক উন্মুক্ত
পরবর্তী নিবন্ধএবার ভাইরাল চঞ্চলের ছেলের ‘যুবতী রাধে’