বছর না ঘুরতেই কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ফের ঢাকাই সিনেমায় অভিনয় করতে চলছেন। হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, বাংলাদেশে এই অভিনেত্রীর নতুন সিনেমার নাম ‘বাঙালি বিলাস’। শিগগিরই শুটিংয়ের কাজে ঢাকায় আসছেন ঋতুপর্ণা। সিনেমাটি প্রযোজনা করছেন এবাদুর রহমান, পরিচালকও তিনি। খবর বিডিনিউজের। ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়া ছবিতে আর কোন অভিনেতা–অভিনেত্রীদের দেখা যাবে সেটা জানাননি নির্মাতা।