ফেব্রুয়ারিতেই ভ্যাকসিন আসছে ক্রিকেটারদের জন্য

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে ২০ লাখ করোনার ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছাবে আজ। অন্যদিকে বাংলাদেশ সরকার যে ভ্যাকসিন আমদানি করবে সেটা দেশে আসবে ২৫ জানুয়ারি। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য প্রাইভেট ভ্যাকসিন আনবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । তাছাড়া বাংলাদেশ সরকারের আনা ভ্যাকসিন পরিকল্পলনায় যদি খেলোয়াড়রা থেকে থাকে তাহলে সেখান থেকে ক্রিকেটারদেরও দেওয়া হবে। গতকাল বুধবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, আমি জানি ভারত সরকারের কাছ থেকে ২০ লাখ আসবে । সেটা হচ্ছে ভারত সরকারের ডোনেশন। আর যেটা সরকার কিনছে সে গুলো আসবে ২৫ জানুয়ারী। আমরা এতটুকু জানি সরকার যে ৫০ লাখ কিনছে সেখান থেকে ক্রিকেটারদের জন্য একটা তো আছেই তার পাশাপাশি প্রাইভেটে আমরা আনব।
প্রাইভেটটা আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে। তখন আসলে আমাদের প্রথম প্রায়োরিটি ক্রিকেটে যারা আছে তারা অবশ্যই পাবে।

পূর্ববর্তী নিবন্ধনাইটস অফ চট্টগ্রাম ও স্টুডিও চিটাগাং জয়ী
পরবর্তী নিবন্ধনিজেদের ব্যাটিংয়ে সন্তুষ্ট তামিম