ফেব্রুয়ারির একুশ

আহসানুল হক | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

ফাগুন এলে আগুন জ্বলে

পলাশ শিমুল বনে

সালাম রফিকবরকতের মুখ

খুব পড়ে যে মনে !

 

ফেব্রুয়ারির একুশ তারিখ

বাহান্নরই সনে

বীর বাঙালি রক্ত ঢালে

ভাষার আন্দোলনে !

 

প্রভাতফেরি আছড়ে পড়ে

ভোরের ক্ষণে ক্ষণে

আমরা সবাই উঠি জেগে

গভীর শিহরণে !

 

শহিদ মিনার যায় ঢেকে যায়

কেবল ফুলে ফুলে

ভাষা বীরদের শ্রদ্ধা জানাই

হৃদয় দুয়ার খুলে !

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারি মাসটা
পরবর্তী নিবন্ধএকুশ শেখায়