ফেব্রুয়ারিতে বাংলাদেশে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

এ বছরের শুরুর দিকে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০২৫ সালের আসরটিও বসবে এই দেশের মাটিতে। গত বুধবার সাফের সভায় অনূর্ধ্ব২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ এবং তারিখ নির্ধারিত হয়েছে। আগামী বছরের ১১১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সাফের ভার্চুয়াল সভায় দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত হয়েছেএকটি মেয়েদের অনূর্ধ্ব২০ সাফ এবং অন্যটি ছেলেদের অনূর্ধ্ব১৯ সাফ। অনূর্ধ্ব২০ সাফের আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে পাশের দেশ ভারতে। আগামী বছর ৫ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আসরটি চলবে।

পূর্ববর্তী নিবন্ধগুণগত শিক্ষার সাথে প্রকৌশলীদের নৈতিকতার জ্ঞানার্জন করতে হবে
পরবর্তী নিবন্ধভারতের কঠিন পরীক্ষা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে