ফেব্রিক্স রাসায়নিক পদার্থসহ ১১১ লট পণ্যের নিলাম ২৯ সেপ্টেম্বর

চট্টগ্রাম কাস্টমস

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে রাসায়নিক পদার্থ-ফেব্রিক্সসহ ১১১ লট বিভিন্ন ধরনের পণ্য নিলামে তোলা হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর। নিলামের কর্মকর্তারা জানান, নিলাম প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল সোমবার থেকে ক্যাটালগ ও দরপত্র বিক্রি শুরু হয়েছে। বিডাররা (নিলামে অংশগ্রহণকারী) নির্ধারিত মূল্য পরিশোধ করে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন।
কাস্টমসের নিলাম শাখা সূত্রে জানা গেছে, ১১১ লট পণ্যের মধ্যে রয়েছে-আনপ্রিন্টেড পিভিসি শিট, আইসেট মোল্ড, ফিনিশিং এজেন্ট, হাইড্রোক্লোরিক এসিড, ডাই এসিড এইচপি, চেয়ার, অ্যাডভারটাইজিং স্যাম্পল, সেফটি রেজার্স, প্লাস্টিক হ্যাংগার, প্লাস্টিক বাকল, গ্র্যাফট, এলইডি টিভি, লুব অয়েল, আলকাতরা, কেরোসিন তেল, পাম তেল, থিনার, হাইক্লোরিক অয়েল ও স্লাজ অয়েল, ফসফরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রো এসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পিনোল, ফরমালডিহাইড সলিউশন, সারফেস একটিভ প্রিপারেশন, লুব্রিকেটিং প্রিপারেশন, গার্মেন্টস ফেব্রিক্স, রাইচ মিলস মেশিনারি, ইলাভেটর স্পেয়ার পার্টস, সালফিউরিক এসিড, ডিজেল, ফ্রুটস জুস, অর্গানিক ফ্ল্যাক্স টপক্রেট, ছাপাখানার কালি, কম্পাউন্ড প্লাস্টিক জার, পেট্রো গালফ মেরিন সিলিন্ডার, ডেনিম ফেব্রিক্স, সিরামিকের ফুলদানি, ডুপ্লেক্স, বোর্ড, প্লাস্টিক জিপার, রাবার রোলার, কম্বলের কাপড়, ব্রিস্টল কার্ড বোর্ড, ক্র্যাফ্‌ট লাইন পেপার, এক্রিলিক বাইন্ডার, ইলাস্টিক বেল্ট, মেটাল ফ্রেম, বেটারি লিড, ওয়াশিং কেমিক্যাল, মোবইল হাউজিং এঙেসরিজ, প্লাস্টিক প্যাকিং স্ট্র্যাপ, ব্যবহৃত এঙকেভেটর, ক্রুড গ্লিসারিন, এয়ার বেড, সেলফ অ্যাডহেসিভ ফিল্ম, ইনজেকশন ব্লো মডেল, লেদার কেমিক্যাল, ক্যাপিটাল মেশিনারি, বোপেট ফিল্ম, পুরাতন মেশিনারি, বাটন, বাইসাইকেল পার্টস, অ্যালুমিনিয়াম পাউডার, সিরামিক ওয়াল, ফ্লোর টাইলস, অ্যাংকর চেইন ক্যাবল, ফেস ওয়াশ, প্লাস্টার অব প্যারিস, ব্যবহৃত উইন্ডার মেশিন, স্পেয়ার পার্টস, ডেন্টাল এঙেসরিজ, ইলেকট্রনিঙ মেশিনারি।
নিলাম শাখার কর্মকর্তারা জানান, বিডাররা অফিস চলাকালীন এবং নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কেএম কর্পোরেশনের মাঝিরঘাটের অফিস, কাস্টমসের নিলাম শাখা অফিস এবং ঢাকার মতিঝিল অফিস থেকে থেকে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন। সংগৃহিত দরপত্র আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে জমা দেয়া যাবে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তার (প্রশাসন) কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেট (ঢাকা দক্ষিণ) এর কার্যালয় এবং ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে স্থাপিত দরপত্রের বাঙে। এরপর আগামী ২৯ সেপ্টেম্বর বেলা আড়াইটায় বিডারদের উপস্থিতিতে দরপত্রের বাঙ খোলা হবে। নিলাম সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ দরদাতাদের অনূকুলে পণ্য বিক্রির অনুমোদন দিবেন নিলাম কমিটির সদস্যরা। নিলামে অংশগ্রহণ করতে প্রতিষ্ঠানের ক্ষেত্রে দরপত্রের সাথে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি এবং হালনাগাদ টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। এছাড়া ক্যাটালগে উল্লেখিত শর্ত পূরণ করে নিলামে অংশ নেয়া যাবে।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার উপ-কমিশনার সন্তোষ সরেন দৈনিক আজাদীকে বলেন, বন্দরের ইয়ার্ড খালি করার জন্য চট্টগ্রাম কাস্টমস নিয়মিত নিলাম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ সেপ্টেম্বর ১১১ লট বিভিন্ন ধরনের পণ্য নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে। নিলাম ছাড়াও নিলাম অযোগ্য পণ্য ধ্বংস কার্যক্রমও বর্তমানে চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে রোডম্যাপ তৈরি করব
পরবর্তী নিবন্ধচোখ ওঠা রোগে করণীয় কী যা বলছেন চিকিৎসক