ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

ফেনী রেলওয়ে স্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পথে চলাচল বন্ধ থাকলেও স্টেশনের মূল প্লাটফর্মের ১ নম্বর ও ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানায় রেল কর্তৃপক্ষ। চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ট্রেনটি গতকাল শনিবার বিকালে স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে বলে ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন উর রশীদ জানান। খবর বিডিনিউজের।

হারুন উর রশীদ বলেন, ‘বিকাল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে পৌঁছালে হঠাৎ একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য দুটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’

সাগরিকা এক্সপ্রেসের যাত্রী জানে আলম বলেন, স্টেশনে যাত্রী ওঠানামার জন্য ট্রেনটি থামলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন।

পূর্ববর্তী নিবন্ধএক যুগেও রহস্যাবৃত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত
পরবর্তী নিবন্ধমেডিকেলে ভর্তির ফল আজ না হয় কাল