ফেনীতে বন্যায় গৃহহারা মানুষের পাশে আমরা একুশ

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

চবি ২১ তম ব্যাচের বন্ধুদের সংগঠন আমরা একুশের উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর ফেনী উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, মুহুরীগঞ্জসহ স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার পরিবারের মাঝে বন্যা পরবর্তী পুর্নবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে গৃহসংস্কারের জন্য নগদ অর্থ ও ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ জহিরের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এ মানবিক সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেন, মো. ইউসুফ হোসেন ভূঁইয়া, মোস্তফা কুদরত ই ইলাহী রুমি, কামরুন নাহার শম্পা, শামছুদ্দিন আজাদ, সাহিদা রুবি, অসীম ভট্টাচার্য্য, সামছুল ইসলাম স্বপন, লাকী দাশ, মো. শহীদ উল্লাহ, সাহিদ হোসেন, মজিবুর রহমান জাহাঙ্গীর, স্বপন মাহমুদ, নুরুল আবছার, অমর পাল, শাহেদ বাবু, শামসুদ্দৌলা, শ্যামল মজুমদার, মহিউদ্দিন ভূঁইয়া, অধ্যক্ষ মো. আইয়ুব প্রমুখ। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মাঝে নগদ অর্থ ও এলাকার পাঁচটি বিদ্যালয়ের প্রায় ১৩৫০ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতু করার কথা বলে আ. লীগ আমাদের ধোঁকা দিয়েছে
পরবর্তী নিবন্ধদক্ষ জনশক্তি ছাড়া গ্রিন শিপ ইয়ার্ডের সুফল পাওয়া যাবে না