খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীতে ডুবে সজীব বাহাদুর ছেত্রী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রামগড়ের বল্টুরাম টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব একই এলাকার কর্ণ বাহাদুর ছেত্রীর একমাত্র ছেলে এবং রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, দুপুরে বন্ধুদের সাথে সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ফুটবল খেলছিল সজীব। বল নদীতে পড়ে গেলে এটি তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল সজীবের মরদেহ উদ্ধার করে। রামগড় থানার ওসি মো. সামসুজ্জামান জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।