ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব জাফর আলম লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পিপি মফিজুল হক ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা আলহাজ্ব আবদুল মান্নান, মোহাম্মদ এয়াকুব চৌধুরী, সৈয়দ রবিউল হক শিমুল, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, শাহদাত হোসেন বাবুল। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাধক নুরুল আবছার তৌহিদ, সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা, কামরুল হাসান চৌধুরী আপেল, মিসবাহ উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তালেব ভূঁইয়া, আবুল কাশেম, আজিজুল হক, সাইফুল ইসলাম, এমদাদুল হোসেন চৌধুরী স্বপন, মোহাম্মদ সেলিম মিঞা, জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম মহানগর সদস্য সচিব তৌহিদুল ইসলাম ফাহিম, মোহাম্মদ আক্কাস, আমজাদ হোসেন, হারুন অর রশিদ, মাসুম বিল্লাহ, সাইফুল আলম, ওবায়দুল হক, আবদুস সোবহান সুমন, জাবেদ চৌধুরী, ওমর ফারুক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, ফেনীর গর্ব দেশনেত্রী বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই। আমরা হারিয়েছি একজন মাকে, দেশ হারিয়েছে একজন মহিয়সী নারীকে, বিশ্ব হারিয়েছে একজন সুশাসককে। আগামী দিনে এই মহিয়সী মায়ের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি। পরিশেষে খতমে কুরআন ও দোয়া পরিচালনা করেন কে ব্লক জামে মসজিদ এর খতিব মাওলানা আবদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।












