ফেইসবুকে দুই আলেমকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

রাঙ্গুনিয়া থানায় অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:২১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চট্টগ্রামের শীর্ষ আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক তরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম মো. ইয়াছিন আরাফাত (১৯)। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শিয়ালবুক্কা এলাকার আজগর আলীর ছেলে। গতকাল রোববার বিকেলের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শায়ের মোহাম্মদ পাড়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম (২৭) রাঙ্গুনিয়া থানায় অভিযোগটি করেন। ইব্রাহিম বাংলাদেশ গাউছিয়া কমিটি ইসলামপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক। তিনি বলেন, ‘আমার পরিচিত ফেইসবুক বন্ধুর আইডি’তে মো. ইয়াছিন আরাফাত আজিজি নামে এক ব্যক্তি আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম মান্নান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফকিহ মুফতি আবদুল ওয়াজেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তাঁকে এসব বাজে মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করলেও পরে বিভিন্ন আইডিতেও মন্তব্য অব্যাহত রাখেন। এটা আলেমদের জন্য সম্মানহানিকর। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।’
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাইয়িদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধফিলিপিন্সে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুলি, নিহত ৩
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কার মতো পরিস্থিতি’ থেকে দূরে নয় পাকিস্তান: ইমরান খান