চট্টগ্রাম নগরীর জামালখানস্থ কার্যালয়ে ‘৫ম চট্টগ্রাম বই বিনিময় উৎসব’র সকল ভলান্টিয়ারকে নিয়ে গত মঙ্গলবার ভলান্টিয়ার আড্ডা, কর্মশালা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ।
গত ৩রা মে জামালখানে পঞ্চমবারের মতো আয়োজন করা হয় বই বিনিময় উৎসবের। উৎসবে এগারোটি ক্যাটেগরিতে প্রায় ২৫ হাজার বই বিনিময় করা হয়। বই বিনিময় উৎসবের উপর ভিত্তি করে সাংগঠনিক দক্ষতা, একজন সংগঠকের দায়িত্ব ও কর্তব্য, বইপ্রেমী তৈরি করতে বই বিনিময় উৎসবকে ছড়িয়ে দেওয়া, এবং বই বিনিময় উৎসবের সম্ভাবনা শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা পরিচালনা করেন ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর। তিনি বলেন, বই বিনিময় উৎসবের কলেবর যত বাড়ছে আমাদের ততই নিজেদের দক্ষতা বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ছে। তাই প্রতিবার বই বিনিময় উৎসবের পর আমরা কর্মশালার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারের কর্মশালার আয়োজন।
তিনি আরও বলেন, এবারের কর্মশালার মূল কেন্দ্র আসন্ন জানুয়ারি থেকে দেশব্যাপী একত্রে বই বিনিময় উৎসব আয়োজনের লক্ষ্যে দক্ষ ভলান্টিয়ার তৈরি। এ সময় তিনি যেসকল প্রতিষ্ঠান বই বিনিময় উৎসবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্মশালায় শেষে ভলান্টিয়ার আড্ডায় প্রধান অতিথি ছিলেন মুন্না মুহিব। বিশেষ অতিথি ছিলেন বই বিনিময় উৎসবের সহ–সমন্বয়ক ঋত্বিক বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন আদিল রায়হান। আরো উপস্থিত ছিলেন সাদমান ফাহিম, কাজী সদরুল্লাহ, আকিবুল ইসলাম জিশাদ, সুদীপ্ত চৌধুরী প্রমুখ। আড্ডা শেষে ভলান্টিয়ারদের সনদপত্র, বই ও পুরস্কার বিতরণ করা হয়। এবার উদীয়মান সংগঠক পুরস্কার পেয়েছেন শাহেনা আক্তার। সেরা ভলান্টিয়ারের পুরস্কার পেয়েছেন স্নেহা ফেরদৌস, সাজেদ বিন হেলাল, নুর আল মুনতাসিম, আবু নাছের আলিফ ও অহনা বড়ুয়া। উল্লেখ্য, ৫ম বই বিনিময় উৎসবে ৮৭ জন ভলান্টিয়ার কাজ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।