ফেইমের ৫ দিনের আয়োজনের আজ সমাপনী দিন

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:৫৯ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে চলছে ‘সৃষ্টির আনন্দে শিল্পিত ২৭’ শিরোনামে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিকের ২৭ বছরপূর্তি উদযাপন আয়োজন। গতকাল ২০ জুলাই সন্ধ্যা ৭টায় মিলনায়তনপূর্ণ দর্শক উপভোগ করেন ফেইম শিশুনাট্য বিভাগের পরিবেশনায় উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর গল্প অবলম্বনে নাটক ‘বেচারাম কেনারাম’।

দীপ্ত চক্রবর্তীর নির্দেশনায় রঙ্গিন এ নাটকে অভিনয় করেন অর্চি অনিন্দিতা, দিব্য চক্রবর্তী, আরিয়ানা হক রোদেলা, আনা আভেরি পত্রলেখা, অরিত্র ঘোষ, শারদ প্রত্যুষ বল, প্রাণায়াম দত্ত রিভু, শীর্ষদ্বীপ বিশ্বাস, আদৃশা চৌধুরী, রাদওয়া হক আরসী, আয়ান ইব্রাহীম হক, মৃত্তিকা নন্দী দিশা, আদিত্য নন্দী ও প্রেক্ষা দাশ। আজ শেষদিন মূলমঞ্চে মঞ্চায়িত হবে দুটি নাটক। বিকেল ৫.৩০এ জঁ কঁকতো রচিত হিউম্যান ভয়েস নাটকের অনুবাদ ‘স্তনন’ এবং সন্ধ্যা ৭.৩০ এ নুরুল মোমেন রচিত ‘নেমেসিস’ । এর আগে ৭.১০ এ মুক্তাঙ্গনে থাকবে ফেইম নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শ্রেণিপ্রচেষ্টায় নাটক ‘ডুমুরখেকো মানুষ’। ফেইম পরিচালক অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তা সমাপনী দিনের আয়োজনে দর্শকদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-নেপাল ‘ফাইনাল’ আজ
পরবর্তী নিবন্ধ৬ বছর পর ঈশিতার নতুন গান